নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের বাসিন্দা কাওছার আলীর স্ত্রী খাতিজা(২৮) এবং মেয়ে ফাতেমা(৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার থেকে কাঠবোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকটির পাশ দিয়ে অতিক্রম করার সময় ধাক্কা লেগে মা-মেয়ে ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তারা।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154637