মধুখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মধুখালীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া–বোয়ালমারী সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে গোলাম আরাফাত (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত আরাফাত উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে নওপাড়া রাস্তার মোড় থেকে আঞ্চলিক সড়কে প্রবেশের সময় সাব্বিরের ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরাফাত পড়ালেখার পাশাপাশি জীবিকার জন্য স্থানীয় ওই জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি ওই এলাকার হাজী আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সকালে আরাফাত মোটরসাইকেলে নওপাড়া থেকে স্থানীয় জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154299