দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়নের বিপুল অবৈধ মালামাল উদ্ধার, আটক ৩৬
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ী-২৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ ৩৬ জনকে আটক করেছে।
গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চোরাচালান প্রতিরোধে সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করতে সক্ষম হয়। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮৮টি চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে ৩৬ জন আসামিসহ ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার জানান, দেশের সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে দিনরাত কঠোর নজরদারী রাখছে বিজিবি সদস্যরা।
এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮৮টি অভিযান পরিচালনার মাধ্যমে গত এক বছরে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকসহ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/154248