খুলনায় যুবককে গুলি করে হত্যা
মফস্বল ডেস্ক : খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. সবুর জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুইটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/153477