বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মাহিন বাবুর বাবা মাহমুদ ফুয়াদ।
নিহত ফুয়াদের দাদা এম রহমান মজনু বলেন, গতকাল রোববার সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই বার বমি হলে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দিলে এনায়েতপুর নেয়ার পর রাত ১০টার দিকে শিশু মাহিম বাবু মারা যায়। সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/150160