এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তদন্ত সম্পন্ন হয়েছে।

এ তদন্ত প্রতিবেদন এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে রয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে সহায়তার অভিযোগ আনা হয়েছে জয়ের বিরুদ্ধে। এ মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আসামি হিসেবে রয়েছেন।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এ ছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148837