সিআইডি প্রধানের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। এ সাক্ষাতে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় তথ্য-বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় হয়।
বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) সিআইডি সদর দফতরে এ সাক্ষাৎ হয়।
সভায় ব্রিটিশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন জাস্টিস অ্যান্ড হোম এটাস টু বাংলাদেশ হিসেবে সদ্য যোগদানকৃত রায়আন ডানকোনসন, আব্দুল ওয়াহিদ ও সাদিয়া আনজুম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌজন্য সাক্ষাতে আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম মোকাবেলায় অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেফতারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে দুই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় তথ্য-বিনিময়, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নিয়ে মতবিনিময় হয়।
পাশাপাশি এ বৈঠকে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।