সিলেটে বসতঘরে মিললো যুবকের লাশ

সিলেটে বসতঘরে মিললো যুবকের লাশ

সিলেট নগরের কুয়ারপারে বসতঘর থেকে রাজু আহমদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাজু আহমদ নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘরের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজুর নিথর দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, যুবকের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা পাপ্পু নামের যুবককে ধরে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148813