লালমনিরহাটে জামায়াতের প্রার্থী পরিবর্তন
লালমনিরহাট প্রতিনিধি: শেষ মুহূর্তে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হারুন অর রশীদকে পরিবর্তন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমির এড. আবু তাহেরের নাম ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
উপস্থিত ছিলেন- জেলার কর্মপরিষদ সদস্য ও লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, শহর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমির মাওলানা মাহিবুর রহমানসহ লালমনিরহাট-৩ (সদর) আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ (পুরুষ-নারী) ও ছাত্র-শ্রমিকরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148734