দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়ে সাহাদুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কানাগাড়ি বাজার এলাকায় সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আরিফুর ইসলাম জানান, তার চাচা সাহাদুল ইসলাম উপজেলার শালিকা দহ গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এলাকায় তার মিল-চাতালের ব্যবসা রয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতের ভাতিজা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানটির চালক পলাতক রয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148569