ভিনিসিয়ুসকে ‘ভুল’ না করতে গুরুত্বপূর্ণ পরামর্শ নেইমারের

ভিনিসিয়ুসকে ‘ভুল’ না করতে গুরুত্বপূর্ণ পরামর্শ নেইমারের
স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র পেলেন আরেক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পরামর্শ। নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা-বার্তা এগোলেও শর্ত নিয়ে মতবিরোধের কারণে পরিস্থিতি ধোঁয়াশায় রয়েছে বলে জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম।
 
২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও গুঞ্জন জোরালো, চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও আর্থিক শর্ত ও বোনাস কাঠামো নিয়ে দুই পক্ষের মনোমালিন্য দূর হয়নি। এ অবস্থায় মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এমন প্রেক্ষাপটে ভিনিসিয়ুসকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন নেইমার। স্প্যানিশ সংবাদ মাধ্যম ওকে দিয়ারিওর প্রতিবেদন অনুযায়ী, ট্রান্সফার নিউজ লাইভকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নেইমার ভিনিসিয়ুসকে পরামর্শ দিয়েছেন যেন তিনি তার মতো ভুল না করেন এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেন। নেইমারের ‘ভুল’ বলতে বোঝানো হচ্ছে তার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত। ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার।
 
পরবর্তীতে সে সিদ্ধান্তে অনুশোচনার কথা স্বীকার করেছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
 
নেইমারের মতে, ভিনিসিয়ুসের জন্য রিয়াল মাদ্রিদই সেরা জায়গা, এবং এখানেই তার ক্যারিয়ার আরও উজ্জ্বল হতে পারে। তবে চুক্তি নবায়নের অগ্রগতি ছাড়া সমর্থকদের উদ্বেগ কাটছে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148568