নওগাঁর ধামইরহাটে রাস্তার জন্য জমি দান করলেন দুবাই প্রবাসী

নওগাঁর ধামইরহাটে রাস্তার জন্য জমি দান করলেন দুবাই প্রবাসী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সর্ব সাধারণের চলাচলের রাস্তার জন্য জমিদান করলেন এক দুবাই প্রবাসী। জানা যায়, ধামইরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের ধামইরহাট বালিকা বিদ্যালয় পাড়ার দুবাই প্রবাসী মো. নুরল ইসলাম বাবু জনগণের চলাচলের রাস্তার জন্য তার বাড়ির পাশে সোয়া এক শতক জায়গা দান করেন।

গতকাল মঙ্গলবার রাতে প্রবাসী নুরল ইসলাম বাবুর পক্ষে তার স্ত্রী মোছা. রুপবান নেসা এবং তার ছেলে রিয়াদ চকযদু মৌজার খতিয়ান নং-০১ এর ১৩৪৩ দাগে সোয়া এক শতক জমি এলাকাবাসীর কাছে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে দান করেন। নুরল ইসলাম বাবু উত্তর চকযদু গ্রামের মরহুম ছবদের আলীর ছেলে। সে দীর্ঘ দিন প্রবাসী রয়েছেন। তার স্ত্রী রুপবান নেসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন।

এব্যাপারে ওই এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী মো. নজির হোসেন বলেন, ওই জমির পাশ দিয়ে একটি সরু রাস্তা দিয়ে মহল্লাবাসী অনেক কষ্ট করে চলাফেরা করে। বিষয়টি নিয়ে প্রবাসী নুরল ইসলাম বাবু ও পরিবারের সাথে আলোচনা করে তারা রাস্তার জন্য জমিদান করেন। এ জমিদান করায় আমাদের অনেক উপকার হলো। এ উপলক্ষে রাতে মহল্লাবাসী খাওয়ার আয়োজন করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/147994