সাবেক এমপি ডা. আব্দুল আজিজের মামা গ্রেফতার

সাবেক এমপি ডা. আব্দুল আজিজের মামা গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকারের আপন মামা মুঞ্জিল তালুকদারকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুঞ্জিল তালুকদার উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হোন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু। তিনি আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করলে, পুলিশ মুঞ্জিল তালুকদারকে গ্রেফতার করে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146644