দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১২ হাজার টাকা জারিমানা আদায়

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ১২ হাজার টাকা জারিমানা আদায়

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ও সড়ক পরিবহন আইনে ৪ জনের কাছে থেকে ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মুনতাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন।

আদালত কনফেকশনারী ব্যবসায়ী মিজানুর রহমানের কাছে থেকে ১০ হাজার টাকা হোটেল ব্যবসায়ী মাসুদের কাছে থেকে ১ হাজার টাকা, মুদি দোকানী নুর আলমের কাছে থেকে ৫শ’ টাকা এবং শালখুরিয়া ইউনিয়ন এলাকায় সড়ক পরিবহন আইনে একজনের কাছে থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আদালতের প্রসিকিউটর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোকছেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146083