দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘেটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।

দিল্লির দমকল বিভাগ (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার পরে তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭:০৫ মিনিটে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।
 
এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
 
দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।’ 
 
ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে মানুষের ভিড় ছিল এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি এবং মাটিতে পড়ে থাকা একজন আহত ব্যক্তি।
 
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় স্বাভাবিক যান চলাচলও সীমিত করা হয়েছে বলে জানানো হয়। 
 
 এ ঘটনায় বেশ কয়েকজনকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 
 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/146066