বগুড়ার সোনাতলায় গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ : মামা-ভাগ্নে গ্রেফতার

বগুড়ার সোনাতলায় গোসলের ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ : মামা-ভাগ্নে গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় এক নারীর গোসলের মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় পুলিশ গতকাল রোববার মামা-ভাগ্নেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের এক গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিলেন। এসময় পাশের বাড়ির লম্পট ফেরদৌস আলম (২৭) গোপনে গোসলের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এছাড়াও মামলায় আরও উল্লেখ করা হয়, ধর্ষণকালে লম্পট ফেরদৌসের মামা আবুল কালাম আজাদ(৪৫) সহ তার সহযোগীরা শয়ন ঘরের দরজায় পাহাড়ায় ছিল। এ বিষয়ে ওই গৃহবধূ বাদি হয়ে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর পুলিশ লম্পট ফেরদৌস আলম ও মামা আবুল কালাম আজাদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145977