নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে বিশ মাস বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের সরকারপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উল্লিখিত এলাকার মো. আনারুল ইসলাম সুমন ও মোছা. আমেনা আক্তার দম্পতির শিশু কন্যা আরিশা আক্তার। ঘটনার দিন সে বসত বাড়ির পেছনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আরিশা আক্তারকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরবর্তীতে তাকে পুকুরের পানি থেকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের  সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145974