ঢাবির মুহসীন  হলে মেয়াদোত্তীর্ণ খাবার : জরিমানার দাবিতে হল সংসদের আল্টিমেটাম

ঢাবির মুহসীন  হলে মেয়াদোত্তীর্ণ খাবার : জরিমানার দাবিতে হল সংসদের আল্টিমেটাম

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে ‘মায়ের দোয়া ফাস্টফুড’ নামে এক দোকানে মেয়াদোত্তীর্ণ রুটি পাওয়ার অভিযোগে হল প্রশাসনকে জরিমানা করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নির্বাচিত হল সংসদ।

শনিবার (৮ নভেম্বর)  হল সংসদের নেতারা দোকানে অভিযান চালিয়ে ৫ তারিখের মেয়াদোত্তীর্ণ রুটি উদ্ধার করেন। পরে তারা এই বিষয়ে হল প্রশাসনের কাছে একটি লিখিত অনুরোধ দেন।

মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, “আমাদের হাতে প্রমাণ আছে—৫ তারিখের মেয়াদোত্তীর্ণ রুটি দোকানে রেখে সরাসরি বিক্রি করা হচ্ছিল। আমরা অভিযোগ পেয়ে দোকানে গিয়ে সেগুলো হাতেনাতে ধরি। এর আগেও আমি হল প্রশাসনকে এ দোকানকে জরিমানা করার অনুরোধ করেছি। কিন্তু পরবর্তীতে মিডিয়া ট্রায়ালের ধাক্কায় জরিমানা করা হয়নি।”

তিনি আরও বলেন, “এবার আমরা আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টার ডেডলাইনে হল প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এই সময়ের মধ্যে জরিমানা না করা হলে আমরা শিক্ষার্থীদের নিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেবো।”
এ বিষয়ে হল প্রশাসনের মন্তব্য জানা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145789