চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ববিতা (২৯) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে দুই সন্তানের জননী।
পুলিশ জানায়, ওই গ্রামের নূর হোসেনের ছোট মেয়ে ববিতা আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজের সময় পরিবারের লোকজনের অগোচরে বাবার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এদিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান,শনিবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145730