নিয়ামতপুরে বিএনপির একাংশের  বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিয়ামতপুরে বিএনপির একাংশের  বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে।
 
উপলক্ষ্যে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি অফিসের সামনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় মোবইলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী।
 
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান,  যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু । 
 
উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, চন্দননগর ইউনিয়ন বিএনপি নেতা বদিউজ্জামান, ভাবিচা ইউনিয়ন বিএনপি নেতা সেকেন্দার আলী। 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145669