দীপিকা আছে ভালোবাসা তো থাকতেই হবে: শাহরুখ

দীপিকা আছে ভালোবাসা তো থাকতেই হবে: শাহরুখ

একাধিকবার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে শাহরুখ-দিপীকা জুটি। বলিউডের 'ডাইনামিক রোমান্টিক জুটি'র তকমাও জুটে গেছে ইতোমধ্যে। ওম শান্তি ওম সিনেমার পরও একাধিক সিনেমায় তাদের রোমান্টিক কমেডি প্রশংসা কুঁড়িয়েছে।

২০২৩ সালে শাহরুখ খানের পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল। এর মধ্যে দুটি ছবিতে তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

এবার কিং সিনেমাতেও তাদের দেখা যাবে। শাহরুখের ৬০তম জন্মবার্ষিকীতে ছবিটির প্রথম ঝলক দেখা গেছে। পাশাপাশি ছবিটি নিয়ে সম্প্রতি কথা বলেছেন শাহরুখ খান।

তবে ‘কিং’ নিয়ে 'বেশি কিছু বলা যাবে না' বলেই উল্লেখ করেছেন। জানিয়েছেন, একের পর এক ঝলক মুক্তি পাবে। এর সঙ্গে সঙ্গে ছবির গল্পের ব্যাপারেও জানতে থাকবেন দর্শকরা।  

ছবির ভাবনা নেটিজেনরা পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন শাহরুখ। সিনেমাটির গল্প সম্পর্ক ইঙ্গিত দিয়ে বলেন, 'ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো থাকতেই হবে।'

দীপিকা-শাহরুখ অভিনয় শুরু হয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। দুই তারকার রসায়ন সেখান থেকেই শুরু হয়। পরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি করেছেন তারা। ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতেও তাদের দেখা গেছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145467