কাল্পনিক বিষয়কে রূপ দিতে সক্ষম মিডজার্নি

প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৬:২৩ সকাল
আপডেট: মে ২০, ২০২৩, ০৪:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

মোঃ রেজাউল করিম রাজু : মিডজার্নি হচ্ছে একটি গবেষণা ল্যাব এবং ল্যাবের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামের নাম যা ওপেনএআই-এর ডিএএলএল-ই এর মতো পাঠ্য বিবরণ থেকে ছবি তৈরি করে। 

আর্টিফিশিয়াল ইন্টালিজেন্ট দিনে দিনে অনেক উন্নত হচ্ছে তারই ধারাবাহিকতায় মিডজার্নি যাত্রা শুরু করে ।

গত পর্বে চ্যাট জিপিটি নিয়ে কথা বলা হয়েছিল এই পর্বে আমরা জানব মিডজার্নি  নিয়ে।

মিডজার্নি  চ্যাট জিপিটি মত তবে মিডজার্নি  প্রমপ্টসের মাধ্যমে যেকোনো কাল্পনিক বিষয়বস্তুকে বাস্তবে রূপ দিতে পারে এবং যেকোনো গ্রাফিক্স ডিজাইন করতে পারে ।

মনে করুন আপনি একটি ডিজাইন করতে চাচ্ছেন তবে ডিজাইনটি কিভাবে সম্পন্ন হবে সেটি করার জন্য পর্যাপ্ত গ্রাফিক ডিজাইনের স্ক্রিল আপনার নেই সে ক্ষেত্রে মিডজার্নি হতে পারে সহজ সমাধান ।

মিডজার্নি  প্রমপ্টস এ লিখুন আপনার ডিজাইনের কনসেপ্ট কিভাবে চাচ্ছেন কি ধরনের ডিজাইন আপনি মূলত করাতে চাচ্ছেন ।  কিছুটা ধারণা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইন আপনাকে করে দেখানো হবে ।

আপনি যত বেশি ভালোভাবে মিডজার্নি  প্রমপ্টসে বিবরণ দিবেন তত অসাধারণ ডিজাইন আপনাকে করে দেবে মিডজার্নি । বিষয়টি অনেকটি জাদুর মত যে আপনি কল্পনা করলেন আর সেটি বাস্তবে হয়ে গেল। 

 

কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?

প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে (www.midjourney.com)  অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটটি লোড হওয়ার পর নিচে ডান দিকে কর্নারে দেখতে পাবেন ( Join The Beta ) সেটাতে ক্লিক করুন।  এবার আপনাকে নিয়ে যাওয়া হবে (www.discord.com) এখানে আপনাকে দিতে হবে আপনার ইউজার নেম তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার রোবট ভেরিফিকেশন সম্পন্ন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আপনার ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে ।

এবার আপনার ইমেইল চেক করুন একটি ভেরিফিকেশন ইমেইল আপনাকে পাঠানো হয়েছে ইমেইলটি ওপেন করুন এবং ভেরিফিকেশন বাটনে ক্লিক করুন । 

এবার বাম পাশে মেনু অপশন থেকে (Add a Server) ক্লিক করুন তারপর (Create my Own) ক্লিক করুন (Skip this Question) ক্লিক করে এগিয়ে যান এবার (Create)  ক্লিক করুন । 

 

কিভাবে মিডজার্নি ব্যবহার করবেন ?

রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনাকে পুনরায় ভিজিট করতে হবে (www.midjourney.com)   তারপর অথরাইজ পারমিশন দিবেন।  এখানে মনে রাখতে হবে আপনি যে ব্রাউজারে রেজিস্ট্রেশন করেছিলেন সে ব্রাউজারে অন্য একটি টেপ ওপেন করে (www.midjourney.com)  প্রবেশ করবেন এতে করে সহজে অথরাইজ অপশনটি চলে আসবে।

এবার বাম পাশে নিচের দিকে আপনার ইউজারনেম দেখতে পাবেন সেখানে থ্রি ডট এ ক্লিক করুন তারপর (go to discord) এই অপশনে ক্লিক করুন । 

এবার  বাম পাশে মেনু অপশন থেকে midjourney ক্লিক করুন এবার পাশে দেখুন (Newcomer Rooms) লেখা রয়েছে  এবার নিচের রুমে ক্লিক করুন ।

এবার নিচে লক্ষ্য করুন (prompt) লেখার জন্য অপশন পাবেন সেখানে লিখুন (/imagine/prompt এবার আপনি যা ডিজাইন করতে চান সেটি লিখুন ) যেকোন ডিজাইন করানোর জন্য অবশ্যই প্রথমে /imagine/prompt চ্যাট বক্সে লিখতে হবে তারপর আপনার কাঙ্খিত ডিজাইনের বিষয় লিখতে হবে।



মিডজার্নি কি ফ্রী?

বর্তমানে প্রায় সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সাবস্ক্রিপশন সিস্টেম চালু করেছে মিডজার্নি তার ব্যতিক্রম কিছু নয় তারাও সাবস্ক্রিপশন চালু করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটি ওপেন এ আই দ্বারা নির্মিত যা আমরা আগেই জেনেছি চ্যাট জিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে এক কথা বলতে গেলে আপনি ফ্রিতে চালাতে পারবেন না আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে তবে আপনি অনলাইনে বিভিন্ন টিপস ফলো করে ফ্রিতে চালাতে পারবেন ।

 

মিডজার্নি কি কি কাজ করতে পারে?

সংক্ষেপে বলতে গেলে আপনি যা কল্পনা করবেন এবং যা লিখতে পারবেন ঠিক তাই আপনাকে ডিজাইন করে দিতে পারবে সেটি হোক কোন লোগো হোক বা কোন ওয়েবসাইটের ডিজাইন অথবা হতে পারে যে কোন ব্যক্তির ছবি হতে পারে যে কোন কাল্পনিক এক ডিজাইন আপনি যত সুন্দর বিবরণ লিখতে পারবেন তত সুন্দরভাবে আপনি উত্তর পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শুধু একটি নয় একাধিক ডিজাইন কাছাকাছি করে আপনাকে দেখানো হবে সেখান থেকে যে ডিজাইনটি আপনার পছন্দ হবে সেটির হাই রেজুলেশন ইমেজ আপনাকে ডাউনলোড করার অপশন দেওয়া হবে।

 

মিডজার্নি ডিজাইনারদের জন্য কতটা ভয়ংকর? 

এআই প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করার জন্য অনেক উন্নত ফিচার প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তেমনি ভাবে প্রফেশনাল কিছু ক্ষেত্রে খুবই মারাত্মকভাবে আঘাত করছে যেমন যে কাজটি একজন ডিজাইনার কে দিয়ে আপনি করাতেন ঠিক একই কাজ বর্তমানে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে মিডজার্নি  মাধ্যমে করাতে পারবেন এতে করে আপনি আপনার মনের মত ডিজাইন অথবা পেয়ে যাবেন তবে একজন ডিজাইনার তার কর্মস্থান হারাবে সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেকোন পেশাজীবীদের জন্যই হুম এতে যতটা উপকার হবে ততটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়