আজ বৃহস্পতিবার সকাল থেকে পাওয়া যাচ্ছে না মিডিয়া-ফাইল-লিংক। এসব ফাইল না পাওয়া যাওয়ায়, ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের।
ফিলিপাইনভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নয়পিগিকের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের অনেক ব্যবহারকারী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মেসেঞ্জারের ফাইলগুলো গায়েব হওয়ার কথা জানান। দাবিগুলো যাচাই করতে আজকের পত্রিকার পক্ষ হতে আমরা আমাদের ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটগুলো পরীক্ষা করে দেখেছি। আমাদের মেসেঞ্জারের শেয়ারড মিডিয়া সেকশনেও ফাইলগুলো খুঁজে পাওয়া যায়নি।
অনেকের মনে শুরু হয়েছে নানা প্রশ্নের গুঞ্জন। মেসেঞ্জারে শেয়ার করা কোনো মিডিয়া, ফাইল ও লিংক খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন।
মেসেঞ্জারের মেসেজিং ইন্টারফেসে স্ক্রল করে এসব মিডিয়া ফাইল পাওয়া গেলেও, কনভারসেশন ইন্টারফেসে গিয়ে ওইসব ফাইল আর দেখা যাচ্ছে না।
অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে এ অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করে।
প্রতিবেদনে দেখা যায়, অনেকে মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে অন্য কারও সঙ্গে শেয়ার করা সব ফাইল ও মিডিয়া হারিয়ে ফেলেছেন। সেখানে তাদের গুরুত্বপূর্ণ নথি, ফটো, ভিডিও ছিল বলে অভিযোগ করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।