ম্যাজিকের গতিতে চলা চ্যাট জিপিটি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১০:২৮ দুপুর
আপডেট: এপ্রিল ১৫, ২০২৩, ০৩:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মোঃ রেজাউল করিম রাজু : ২০১০ সালের পর প্রযুক্তি খাতে দ্রুততার সাথে আলোড়ন সৃষ্টি করেছে যে সমস্ত প্রযুক্তি তারমধ্যে অন্যতম হচ্ছে চ্যাট জিপিটি । ওপেন এআই দ্বারা নির্মিত  চ্যাট জিপিটি মূলত যাত্রা শুরু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেবাকে সর্বসাধারণের মাঝে আরো সহজ করার জন্য।

চ্যাট জিপিটি  শুরু হওয়ার আগেও অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল যা চ্যাট জিপিটির  মত করে কাজ করতো তবে সেগুলোতে ছিল কিছু লিমিটেশন এবং মাসিক ভিত্তিতে সাবস্ক্রিপশন ফি এই সুযোগটি কাজে লাগায় বর্তমান জনপ্রিয় চ্যাট জিপিটি।

সম্পূর্ণ বিনামূল্যে মার্কেটে রিলিজ করে তাদের চ্যাট জিপিটি  ফলে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টেলিভিশন সহ ফেসবুক-ইউটিউব সকল জায়গায় অটোমেটিক ভাবে তাদের মার্কেটিং হতে থাকে যা তাদেরকে মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর শীর্ষস্থানীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসাবে পরিচয় করে দিয়েছে ।

 

প্রধান ফিচারসমূহ

আনলিমিটেড কন্টেন রাইটিং 

জেনারেটিভ ক্ষমতা

পাঠ্য সংক্ষিপ্তকরণ

 ভাষা প্রক্রিয়াকরণ

স্বচ্ছতা

অপটিমাইজেশন

বিভিন্ন ভাষার সাথে সম্পর্কিত ট্যাস্ক সমর্থন

ব্যক্তিগতকৃত উত্তর

ভাষা মডেল ট্রেনিং

প্রোগ্রামিং কোডিং রাইটিং 

এসইও 

মার্কেটিং সলিউশন 

 

শুরুতে চ্যাট জিপিটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করলেও পরবর্তীতে তারা চালু করে চ্যাট জিপিটি প্লাস যার সাবস্ক্রিপশন ফি ২০ ডলার করে প্রতি মাসে তবে বিনামূল্য সার্ভিসটি এখনো তারা চালু রেখেছে এবং সার্ভিসটি পেতে আপনাকে কিছুটা সার্ভার জনিত সমস্যা সম্মুখীন হতে হবে কারণ ফ্রিতে যে সার্ভিসটি তারা দিচ্ছে অধিকাংশ সময় সার্ভার ডাউন এর সমস্যার কারণে সেবাটি পাওয়া যায় না তবে যারা সাবস্ক্রিপশন ফি দিবে তাদেরকে আলাদা সার্ভারের মাধ্যমে ২৪ ঘন্টা সেবা প্রদান করবে ।

যারা ফ্রিতে ব্যবহার করতে চান তারা তখনই ব্যবহার করতে পারবে যখন সার্ভারে ট্রাফিক তুলনামূলক কম থাকবে, তবে বাস্তবতা দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ই আপনি সার্ভার ডাউন পাবেন এবং ফ্রি সেবাটি আপনি গ্রহণ করতে পারবেন না.  একবার যদি আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান তাহলে পরবর্তীতে মাসিক ফি দেওয়ার মাধ্যমে আপনি ব্যবহার করতে অনেকটাই বাধ্য হবেন। 

কেন  চ্যাট জিপিটি এত জনপ্রিয়তা পেল?

মূলত গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে আপনি যেকোনো প্রশ্ন করার পর সেটির জন্য রেজাল্ট শো করা হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে এর ফলে আপনাকে সার্চ ইঞ্জিনে যে সমস্ত রেজাল্ট আপনাকে দেখানো হয়েছে সেগুলোতে প্রবেশ করে আপনাকে তথ্যটি পেতে হবে এক্ষেত্রে সঠিক তথ্য পাওয়া সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় যেহেতু গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো বিভিন্ন ওয়েবসাইটের তথ্যের উপর নির্ভরশীল ।

এক্ষেত্রে চ্যাট জিপিটি ওয়ান স্টপ সলিউশন কারণ আপনি যাই জানতে চান তাৎক্ষণিক আপনাকে জানানো হবে। ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে যা ৯০% সঠিক উত্তর প্রদান করতে পারে ফলে একাধিক ওয়েবসাইটে প্রবেশ না করে আপনি খুব সহজেই পেয়ে যাবেন চ্যাট জিপিটিতে। 

কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন? 

চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ আপনার জিমেইল একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনার যদি আউটলুক অথবা হটমেইল থাকে তাহলে আপনি মাইক্রোসফট এর মাধ্যমে করতে পারবেন ।

কিভাবে ব্যবহার করবেন ?

ব্যবহার করাটা একদমই সহজ আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন অথবা যে বিষয়টি আপনি লিখতে চাচ্ছেন সে বিষয়টির অংশবিশেষ লিখে ইন্টার করুন । চ্যাট জিপিটি সুন্দরভাবে গুছিয়ে আপনাকে একটি আর্টিকেল লিখে দিবে অথবা আপনি যা জানতে চেয়েছিলেন তা আপনাকে জানাবে। 

কিভাবে প্রোগ্রামিং কোডিং করাবেন ?

চ্যাট জিপিটি মাধ্যমে যদি আপনি কোন প্রোগ্রামিং কোড লেখাতে চান সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক প্রোগ্রামিং এর ধারণা থাকতে হবে । মনে করুন আপনি একটি ফাংশন তৈরি করতে চাচ্ছেন তাহলে চ্যাট জিপিটিকে  প্রশ্ন করুন ফাংশনটি কিভাবে লিখতে হবে। এবার আপনাকে খুব সহজে উত্তর প্রদান করবে চ্যাট জিপিটি।  যেকোনো নতুন ডেভেলপ আমাদের জন্য চ্যাট জিপিটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ নতুন ডেভেলপারদের সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় একটি নতুন প্রজেক্ট করার ক্ষেত্রে এ ক্ষেত্রে ডেভেলপার খুব সহজে চ্যাট জিপিটি মাধ্যমে কোড লিখে নিতে পারবে। 

চ্যাট জিপিটি বাংলা লিখতে পারে?

চ্যাট জিপিটি মাধ্যমে আপনি খুব সহজে  যেকোন আর্টিকেল লেখাতে পারবেন তবে বাংলার বিষয়টি এখনো পুরোপুরি ভাবে ট্রেনিং প্রাপ্ত না তাই বাংলাতে সঠিকভাবে যেকোনো প্রশ্নর উত্তর পাওয়া এখনো যাচ্ছে না তবে যতটুকু পাওয়া যাচ্ছে তা যথেষ্ট বর্তমান সময়ের জন্য । ভবিষ্যতে এটি আরো নির্ভুল এবং সঠিকভাবে বাংলাতে যে কোন আর্টিকেল লিখতে পারবে এবং যেকোনো বিষয়ে উত্তর দিতে পারবে, এই নিয়ে কাজ করে যাচ্ছে ওকে নিয়ে ওপেন এআই।

চ্যাট জিপিটি’র সংক্ষিপ্ত ইতিহাস 

চ্যাট জিপিটি (ChatGPT) হল একটি বৃহত ভাষা মডেল, যা OpenAI দ্বারা ডেভেলপমেন্ট করা হয়েছে। এটি মূলতঃ প্রাকশর গ্রামার (Transformer) নামে পরিচিত একটি নিউরাল নেটওয়ার্কের উন্নয়ন ভিত্তিক ভাষা মডেল।

চ্যাট জিপিটি বিশেষতঃ ইনপুট টেক্সট দিয়ে প্রতিক্রিয়া তৈরি করে এবং এটি সংকলিত তথ্য ব্যবহার করে প্রতিক্রিয়া দেয়। এই ভাষা মডেলটির প্রথম সংস্করণটি প্রকাশিত হয় ২০১৮ সালে। তবে, চ্যাট জিপিটির বিভিন্ন সংস্করণগুলি তারপর প্রকাশিত হয়েছে যা আরও উন্নয়ন করে সেটির ক্ষমতা বাড়ানো হয়েছে।

চ্যাট জিপিটি হিসেবে একটি ভাষা মডেল, এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়, যেমন স্বচ্ছতা, চ্যাটবট, ভাষা সমস্যা সমাধান এবং ব্যাক-এন্ড এর জন্য একটি উপযুক্ত সরঞ্জাম হিসেবে।

এছাড়াও, চ্যাট জিপিটি বিশেষতঃ বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মানবিক সমস্যার সমাধান সংক্রান্ত তথ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ সাধন হিসেবে পরিচিত। এর সাহায্যে বিভিন্ন উদ্যোগে বিজ্ঞানী ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য সংগ্রহ এবং সমাধান করার সহজতম উপায়গুলি ব্যবহার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়