‘তুমি আমার সতীর্থের চেয়েও বেশি কিছু’

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:৩৪ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এগারো বছরের সম্পর্কের বন্ধন ছিন্ন করে এই মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছাড়ছেন স্প্যানিশ লেফটব্যাক জর্দি আলবা। বার্সেলোনার এই কিংবদন্তির ক্লাব ছাড়ার খবরে আগেবতাড়িত হয়ে পড়েছেন সাবেক সতীর্থ লিওনেল মেসি। ৩৪ বছর বয়সী আলবার সঙ্গে তার সম্পর্কটা সতীর্থের থেকেও বেশি কিছু বলে দাবি করেছেন ২০২১ সালে ক্যাম্প ন্যু ছেড়ে যাওয়া মেসি।

বুধবার (২৪ মে) কাতালান জায়ান্ট বার্সেলোনা নিশ্চিত করেছে যে, আগামী গ্রীষ্মের দলবদলেই ক্লাব ছাড়ছেন স্প্যানিশ লেফটব্যাক আলবা। আরও এক বছর চুক্তির মেয়াদ থাকলেও পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়ছেন তিনি। তার দলবদলের খবর বার্সা সমর্থকদের বেশ অবাক করেছে। সোনালি যুগের যে গুটিকতক খেলোয়াড় এখনও ক্লাবটির জার্সিতে খেলে যাচ্ছেন তাদের অন্যতম আলবা। চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন আরেক কিংবদন্তি সার্জিও বুসকেটস। এক মৌসুমে ক্লাবের দুই কিংবদন্তিকে হারানোর শোকে পাথর সমর্থকরা। এদিকে সাবেক সতীর্থের ক্লাব ছাড়ার খবরটা বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির কানেও গেছে। আলবার বিদায়ের বেদনা ছুঁয়ে গেছে তাকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি স্প্যানিশ তারকাকে ভবিষ্যৎ গন্তব্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে আলবার সঙ্গে নিজের ছবি শেয়ার করে দেয়া এক পোস্টে মেসি লিখেছেন, ‘তুমি আমার সতীর্থের চেয়েও বেশি কিছু ছিলে, মাঠে একজন সত্যিকারের সঙ্গী... এবং কী সুন্দর ব্যাপার এটা আমরা একসঙ্গে হলে কতটা উপভোগ্য হয়ে ওঠে সবকিছু।’

মেসি যোগ করেন, ‘তুমি জানো যে, আমি সবসময় তোমার ও তোমার পরিবারের ভালোটাই কামনা করি, এবং আশা করি তোমার জীবনের এই নতুন ধাপেও তা চলমান রইবে, যা তোমাকে আরও সাফল্য এবং আনন্দের উপলক্ষ এনে দেবে। সবকিছুর জন্য ধন্যবাদ। জর্দি, তোমাকে জোরালো আলিঙ্গন।’

লা মাসিয়ার একাডেমির এই খেলোয়াড় ভ্যালেন্সিয়া হয়ে ২০১২ সালে ফের ক্যাম্প ন্যুয়ে ফেরেন। এরপর মেসির বার্সা ছাড়ার আগপর্যন্ত দুজন একসঙ্গে নয়টি মৌসুম কাটান। আলবা ছয়বার লা লিগার শিরোপাসহ, পাঁচবার কোপা দেল রে, একবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়