অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি হৃদয়ের

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩, ০৪:৫০ দুপুর
আপডেট: মার্চ ১৮, ২০২৩, ০৪:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুর দিকেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের। এবার সপ্তাহ তিনেকের ব্যবধানে পেয়ে গেলেন ওয়ানডে ক্যাপ। আর তিনি অভিষেকটা রাঙালেন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। ৫৫ বল খেলে নিজের প্রথম ম্যাচেই ফিফটি তুলে নিয়েছেন এই তরুণ ব্যাটার।

এবার নিজের সেই অসাধারণ ফর্ম ফিরিয়ে আনলেন ওয়ানডেতেও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে আজ অভিষেক হলো তৌহিদ হৃদয়ের। ঠিক মাহমুদউল্লাহ রিয়াদের জায়গাটায় তৌহিদ হৃদয়কে সুযোগ দেয়া হলো।

সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই তরুণ ব্যাটার। অভিষেকেই করলেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। ৫৫ বল খেলে ৫ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

শুধু তাই নয়, অভিজ্ঞ সাকিব আল হাসানের সঙ্গে এরই মধ্যে হার না মানা ১৩১ রানের জুটি গড়ে বাংলাদেশের স্কোরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আয়ারল্যান্ডের ধরা-ছোঁয়ার বাইরে।

এর আগে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন ইংল্যান্ড সিরিজে। তবে পুরো ওয়ানডে সিরিজ সাইটবেঞ্চে বসে কাটাতে হয়েছে এই মিডল অর্ডার ব্যাটারকে। তবে তার সেই অপেক্ষার অবসান ঘটেছে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই। 
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে ১৪০তম ক্রিকেটার হৃদয়। এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ গত বছরের আগস্টে অভিষেক হয়েছিল ইবাদত হোসেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়