রেকর্ড ভেঙে চেলসিতে আর্জেন্টাইন এনজো

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৫:১৮ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৫:১৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেরা তরুণ নায়ক এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে সেরা উদীয়মান হয়েছেন তিনি। এরপর জানুয়ারির দলবদলের বাজারে বেনফিকার এই তরুণ মিডফিল্ডারকে দলে নিতে উঠে পড়ে লাগে চেলসি। প্রথম বিডে অবশ্য ব্লুজরা তাকে কিনতে পারেনি। তবে ভাঙা বাজারে রেকর্ড দামে এই তরুণকে দলে নিয়েছে টোড বোহলির ক্লাব। 

তাকে কিনতে চেলসির খরচ হয়েছে ১৩১ মিলিয়ন ডলার। বাংলাদেশের হিসাবে যা এক হাজার ৩৯৫ কোটি (১৩৯৫ কোটি) ৬৭ লাখ টাকা। তার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার ২২ বছর বয়সী এনজো। এর আগে যথাক্রমে জ্যাক গ্রেলিস, রোমেলু লুকাকু এবং পল পগবা ছিলেন সবচেয়ে দামী। 

তার সঙ্গে চেলসির চুক্তির বিষয়ে বেনফিকা বিবৃতি দিয়ে বলেছে, ‘এনজোর স্বত্ত্ব বিক্রির ব্যাপারে চেলসির সঙ্গে আমরা সমঝোতায় পৌঁছেছি।’ চলতি মৌসুমে বেনফিকার ‘ফুটবলার বিক্রির’ ব্যবসা হয়েছে রমরমা। মৌসুমের শুরুতে প্রায় শত কোটি ডলারে তারা লিভারপুলের কাছে ডারউইন নুনিয়েজকে বিক্রি করেছে। 

গত বছরের জুনে রিভার প্লেট থেকে এনজো ফার্নান্দেজকে কেনে বেনফিকা। ওই চুক্তির মৌসুম না পুরতেই বিশ্বকাপ জিতলেন এবং ক্লাব ছাড়লেন তরুণ এই মিডফিল্ডার। শর্ত অনুযায়ী, বেনফিকার থেকে তাই প্রায় ৩২ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে রিভার প্লেট। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়