মাসিক কত টাকা বেতনে বাংলাদেশে হাথুরে?

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৫:১১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বেতন বাড়ানোর দরকষাকষিতে অবশেষে চন্ডিকা হাথুরুসিংহের প্রস্তাবেই রাজি হয়েছে বিসিবি। বুধবার থেকেই তিনি বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের প্রধান কোচ। আগামী দুই বছরের জন্য লঙ্কান এই কোচের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবি’র। 

সোমবার সিলেটে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বিসিবি সভাপতির লম্বা বৈঠক শেষে কোচ ইস্যুর সমাধান হয়। মঙ্গলবার সকালে নিউ সাউথ ওয়েলস ক্রিকেট একাডেমির থেকে বিদায়ী সংবর্ধনা নেন হাথুরুসিংহে। বিসিবিও স্বস্তির নিঃশ্বাস ফেলে কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করে। 

এদিন সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে হাথুরুসিংহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। হাথুরুর সঙ্গে শিগগিরই দুজন সহকারীও নিয়োগ দেওয়া হবে বলে জানান পাপন। 

অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রীলঙ্কান কোচ হাথুরুসিংহে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। সে সময় মাসে ২৮ হাজার ইউএস ডলার বেতন পেতন। এবার আরও অনেক বেশি; অর্থাৎ প্রায় ৩৫ হাজার ডলার (৪০ লাখ টাকা) বেতনে যোগ দিচ্ছেন বিসিবি’র চাকরিতে। 

যদিও চুক্তির শর্ত অনুযায়ীই বেতনের অঙ্ক নিয়ে মুখ খুলছেন না বিসিবির কেউ। চুক্তির শর্তে রয়েছে বছরে চারটি ছুটিও। চন্ডিকা হাথুরুসিংহে বিসিবিকে অপেক্ষায় রেখেছিলেন লম্বা সময়। এর কারণ হলো তিনি চেয়েছিলেন সহকারী থেকে নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হতে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়