বিশ্বকাপেও খেলতে পারবে না আর্জেন্টিনা

প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৩, ০২:২৪ দুপুর
আপডেট: জানুয়ারী ২৯, ২০২৩, ০২:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এর আগে মাত্র তিনবারই এমন লজ্জায় পড়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ১৯৭৭, ১৯৮৫ আর ২০১৩। আরও একবার আলবিসেলেস্তে যুবারা ব্যর্থ হলো। এবারও বাদ পড়লো লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকেই।

কলম্বিয়ার কাছে আজ (শনিবার) হেরে টুর্নামেন্টের 'এ' গ্রুপ থেকে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েছে আর্জেন্টিনা। তাদের পেছনে কেবল আছে পেরু। এই দলটিকেই হারাতে পেরেছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে হেরেছে প্যারাগুয়ে, ব্রাজিল আর সবশেষ কলম্বিয়ার কাছেও। আর্জেন্টিনার এই ব্যর্থতা তাদের ছিটকে দিয়েছে যুব বিশ্বকাপ থেকেও। আগামী মে মাসে ইন্দোনেশিয়ায় বসবে এই আসর। তাতে খেলতে হলে লাতিন দলগুলোর মধ্যে সেরা চারে থাকতে হবে। আর্জেন্টাইনদের এখন আর সেই সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ২০২৩ সান্তিয়াগো প্যান আমেরিকান গেমস থেকেও ছিটকে পড়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। সেখানে লাতিন আমেরিকার সেরা তিন দল খেলবে।

এখন আর্জেন্টিনার সামনে একটিই বড় আসর লক্ষ্য হতে পারে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক গেমস। সেখানেও সুযোগ না পেলে আর্জেন্টিনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। এই যুব দল থেকেই যে বেরিয়ে আসবে আগামীর মেসি-ডি মারিয়ারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়