মাগুরা জেলা মহিলা ফুটবল দল বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস এ চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিনিধি : বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০ এর মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতল মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত রোবরার টাই ব্রেকারে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ৩-২ গোলে পরাজিত করে মাগুরা ডিএফএ চ্যাম্পিয়ন হয়। তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মাগুরা ১ আসনের “সংসদ সদস্য” আলহাজ এড. সাইফুজ্জামান শিখর, ড. আশরাফুল আলম, “জেলা প্রশাসক মাগুরা” পঙ্কজ কুমার কুন্ডু, “চেয়ারম্যান জেলা পরিষদ মাগুরা, আবু নাছের বাবলু, উপজেলা চেয়ারম্যান মাগুরা সদর, খুরশীদ হায়দার টুটুল, মেয়র মাগুরা পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।