কুষ্টিয়ায় ভোগান্তি নিরসনে নির্মাণাধীন ড্রেন দ্রুত সম্পন্নের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-ঝিনাইদহ ফোরলেন মহাসড়কের পশ্চিম পাশদিয়ে সড়ক বিভাগের বাস্তবায়নে নির্মাণাধীন ড্রেনের নির্মাণ কাজ বন্ধ হওয়ার প্রতিবাদ এবং দ্রুত নির্মাণ সম্পন্ন করে ভোগান্তি নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বেলা ১২টায় শহরতলী কুমারগাড়া এলাকায় শতাধিক নারী-পুরুষ এলাকাবাসী এই কর্মসূচিতে দাঁড়িয়ে তাদের ভোগান্তির চিত্র তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, ৭ দশক ধরে রেকর্ডীয় সরকারি নয়নজলী জমির উপর নির্মিত মহাসড়কের আংশিকের মালিকানা দাবি করে ভুয়া এক মামলাবাজের খপ্পরে আটকে গেছে স্থানীয়দের কাছ থেকে অধিগ্রহণকৃত জমির উপর নির্মাণাধীন ড্রেনের নির্মাণ কাজ। ফলে মহাসড়ক ও এলাকাবাসীর বাড়িঘরের মাঝখানে গভীর গর্ত হয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে এই ভোগান্তির নিরসন দাবি করেন তারা।