চাটখিলে কামালপুর জামে মসজিদ উদ্বোধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিলের ৫নং মোহাম্মদপুর ইউনিয়নে গত শুক্রবার জুমার নামাজের মাধ্যমে কামালপুর জামে মসজিদের উদ্বোধন করা হয়। মসজিদের সভাপতি বারডেম হাসপাতালের পরিচালক ও পুলিশের সাবেক ডিআইজি গোলাম কিবরিয়া ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডিবিএল গ্রুপের অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহিদ বাবুল, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার নবনির্বাচিত মেয়র নিজাম উদ্দিন (ভি.পি নিজাম)।
উদ্বোধনী দিনে জুমার নামাজের খুতবা পাঠ করেন ঢাকা জামিয়া রাহমানিয়ার প্রধান মুফতি ও শায়খুল হাদীস আল্লামা মনসুরুল হক। জুমার নামাজের ইমামতি করেন শায়খুল হাদীস আল্লামা হেফজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ফারুক রহমান, নুর মোহাম্মদ ভূঁইয়া, শহীদুল্লাহ বাবু, মো. সর্দার আলম সুনিল, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।