বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যাত্রীবাহী নসিমনের চাপায় জলিল মিয়া(৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার মহির শাহ’র ছেলে। এছাড়া তিনি স্থানীয় হোটেল ব্যবসায়ী ছিলেন। আজ বৃহস্পতিবার(১৩জানুয়ারি) সকালে নাগেরহাট-ফুলবাড়ী সড়কের সাহেবগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, ফুলবাড়ী থেকে ছেড়ে আসা মিঠাপুকুরগামী একটি যাত্রীবাহী নসিমন সাহেবগঞ্জ মোড়ে পৌঁছলে চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোড়ে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ জলিল মিয়াকে নসিমনটি সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।