পীরগঞ্জে ভ্যানচালকের বাড়িতে হামলা, আহত ২

প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২২, ০২:৫৬ রাত
আপডেট: জানুয়ারী ১১, ২০২২, ০২:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভ্যানচালকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় দুইজন গুরুতর আহতাবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই ভ্যানচালকের স্ত্রী লিলি বেগম রোববার থানায় এজাহার দায়ের করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
এলাকাবাসী জানান, ভাকুড়া গ্রামের মশিউর রহমানের কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করেছেন ওই ভ্যানচালকের পরিবারটি। একই এলাকার মৃত গোলম রসুলের ছেলে আনছারুলের ওই জমিতে শনিবার রাত ১১টায় দিকে লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করতে থাকে। এসময় তাদের চিৎকার চেচামেচি শুনে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের কাজে বাঁধা দিলে ওই এলাকার আব্দুল খালেকের ছেলে খলিলকে (৪৫) মারপিট করে পা ভেঙ্গে দেয় এবং আইনুল হকের ছেলে আজগর আলী ফাটায় আনছারুল বাহিনীর লোকজন। বর্তমানে তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেকজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই ভ্যানচালকের স্ত্রী লিপি বেগম বলেন, রাতেই পুলিশ এসেছিল। এ ঘটনায় রোববার থানায় মামলা দিয়েছি। ওসি স্যার উল্টো আমাকেই নানা কথা শুনিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়