আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আইয়ুব হোসেন আবারও সভাপতি ও আনোয়ার হোসাইন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ক্যাশিয়ার পদে আব্দুস ছালাম ও নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি পদে আলেফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামান রতন ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হন। আজ শনিবার (১৫ জানুয়ারি) গোপন ব্যালটের মাধ্যমে সমিতির কার্যালয়ে কার্যনির্বাহি কমিটির ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০জন। নির্বাচন কমিশন হিসাবে ছিলেন, সিনিয়র দলিল লেখক আব্বাস আলী ও বজলুর রহমান হিরু। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সাব-রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারি প্রদীপ কুমার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।