শিবগঞ্জে স্কুলে অতিরিক্ত সেশন ফি নেয়ার প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ২২ শিক্ষার্থী আহত

প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২২, ০৩:২১ রাত
আপডেট: জানুয়ারী ১৫, ২০২২, ০৩:২১ রাত
আমাদেরকে ফলো করুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে স্কুলে সেশন ফির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ২২ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধাওয়াগীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে গত ৯ জানুয়ারি উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র মীম মাছাদ স্কুলে সেশন ফি দিতে গেলে স্কুল কর্তৃপক্ষ তার কাছ থেকে অতিরিক্ত ৪৫০ টাকা দাবি করে। এ নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তুজার বাক বিতন্ডা হয়। ঘটনার জের ধরে ওই দিন বিকেল ৩টার দিকে ২য় দফায়  ধাওয়াগীর মাঠে  মীম ও জিসান নামের ২ শিক্ষার্থীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন  ১০ জানুয়ারি দুপুর ১২টার দিকে ৩য় দফায় বিদ্যালয়ে ক্লাস চলাকালীন  উক্ত ঘটনার জের ধরে জিসানের বাবা আব্দুল বাছেদ ও স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল হোসেনসহ বেশ কিছু বহিরাগত বিদ্যালয়ে এসে ২য় তলার ক্লাসরুমে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের বাঁধা দিলে বহিরাগত লোকজন বেপরোয়া ভাবে শিক্ষার্থীদেরকে মারপিট করে আহত করে। আহতরা হলেন ৯ম শ্রেণির ছাত্র মীম, রেজাউল হোসেন, বিপুল, ইব্রাহীম, জুয়েল, সৌরভ, শাওন সহ ২২ জন শিক্ষার্থী ।
এব্যাপারে ৯ম শ্রেণির শিক্ষার্থীরেজওয়ান হোসেন রাহুলের বাবা রানা বাবু, মিলন সরদার,সাহাবুল ইসলাম ও গোলাম রব্বানী জানান, বহিরাগতরা তাদের সন্তানদের মারপিট করে আহত করলেও প্রধান শিক্ষক কোন ব্যবস্থা গ্রহন করেননি। প্রধান শিক্ষকের যোগ সাজসে বহিরাগতরা হামলা চালিয়ে তার সন্তানসহ ২২ জন শিক্ষার্থীকে মারপিট  করেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিদের্শনা প্রদান করা হয়েছে। এব্যাপারে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মর্তুজার সাথে আজ শুক্রবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়