পোরশায় ১০ম শ্রেনীর ছাত্রী অপহরণ: ৫দিন পর উদ্ধার, আটক অপহরণকারী

প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২২, ০৭:৩১ বিকাল
আপডেট: জানুয়ারী ১০, ২০২২, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১০ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের ৫দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় অপহরণকারী দলের প্রধান ইমান আলী শেখকে(১৯) আটক করেছে পুলিশ। আটক ইমান আলী শেখ সাপাহার গোডাউনপাড়া এলাকার কাওছার শেখ এর ছেলে। 

জানা গেছে, উপজেলার সহড়ন্দ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও একই গ্রামের এক কৃষকের মেয়েকে গত মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় ইমান আলী শেখ ও তার এক সহযোগি। এ ব্যাপারে ভিকটিমের বাবা রোববার বাদী হয়ে পোরশা থানায় একটি মামালা করলে ঐদিনই ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারীকে আটক করে থানা পুলিশ।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান জানান, আজ সোমবার আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।        
 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়