মান্দা (নওগাঁ) প্রতিনিধি: দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রোটেকশন প্রজেক্টের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার নুসরাত জাহান, ফিল্ড অর্গানাইজার সুদীপ্ত বিশ্বাস প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।