বগুড়া সদরে আওয়ামীলীগের ২জন, বাকি ৬ জনই স্বতন্ত্র

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট: নভেম্বর ২৯, ২০২১, ০৩:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বগুড়া সদর উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে ভোট গননা করা হয়। এবারের নির্বাচনে বিএনপি দলীয় ভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় সব ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা। গতকাল রাত ১০ টা পর্যন্ত বুথ ফেরত ফলাফলে সদরের ৮ইউনিয়নের মধ্যে শাখারিয়া ইউনিয়নে এনামুল হক রুমি ও নামুজা ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক আওয়ামীলীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্য ৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দুই জন আওয়ামীলীগের বহিস্কৃত সদস্য গোকুল ইউনিয়নে জিয়াউর রহমান এবং নুনগোলা ইউনিয়নে বদরুল আলম। বিএনপি দলীয় ভাবে ইউপি নির্বাচনে অংশ না নিলেও অনেক নেতা কর্মি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। এদের মধ্যে সাবগ্রাম ইউনিয়নে ফরিদ উদ্দিন, লাহিড়ী পাড়া ইউনিয়নে জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ, নিশিন্দারা ইউনিয়নে সহিদুল ইসলাম সরকার এবং শেখের কোলা ইউনিয়নে রশিদুল ইসলাম মৃধা নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়