মালদ্বীপ প্রবাসীদের বেতন দ্রুত পরিশোধের অনুরোধ

অনলাইন ডেস্ক: মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বেতন ও সুযোগ-সুবিধা কর্ম সম্পাদনের অব্যবহিত পরেই পরিশোধের অনুরোধ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান। মালদ্বীপের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, গতকাল বুধবার হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আহমেদ জাহির আলীর সঙ্গে এক বৈঠকে বসেন। এসময় হাইকমিশনার ইসলামের বিধান অনুযায়ী মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা যেন কর্ম সম্পাদনের অব্যবহিত পরেই পরিশোধ করা হয় এবং তা দীর্ঘদিন আটকে রাখা না হয় সে বিষয়ে মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
মন্ত্রী ড. আহমেদ জাহির আলী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে যথাযথ গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও বৈঠকে ভ্রাতৃপ্রতিম দু’টি দেশের মধ্যে ইসলাম বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, ইসলামী মূল্যবোধ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।