ছুটির দিনে একটু নতুন কিছু খেতে ইচ্ছে করে। সহযেই বানিয়ে ফেলুন এই নতুন রেসিপিটি।
যা যা লাগছে
এক কাপ (সেদ্ধ মিষ্টিকুমড়া করে বাটা)
দুই টেবিল চামচ ঘি (পছন্দমতো)
এক টেবিল চামচ এলাচ পাউডার
আধা কাপ নারিকেল কোড়ানো
আধা কাপ চিনি
পরিমাণমতো কেওড়া জল
এক টেবিল চামচ কাঠবাদাম কুচি
দুই টেবিল চামচ কিশমিশ
এক কাপ গুঁড়া দুধ
প্রস্তুত প্রণালি
প্রথমে চুলায় একটি ফ্রাইপ্যানে ঘি গরম করুন। এবার সেদ্ধ করে রাখা মিষ্টিকুমড়া, এলাচ পাউডার, নারিকেল, চিনি, কেওড়া জল, কাঠবাদাম কুচি, কিশমিশ, গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়ুন। চুলার আঁচ মাঝারি রেখে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকুন। পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করুন।
এখন অন্য একটি পাত্রে গুঁড়া দুধের মধ্যে অল্প মিষ্টিকুমড়ার মিশ্রণ মিশিয়ে গোলাকার বল আকৃতি তৈরি করুন। ব্যস, হয়ে গেল মিষ্টিকুমড়ার লাড্ডু। এবার পরিবেশন করুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।