চিড়া দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চপ। ইফতারে বিভিন্ন ধরনের চপ খাওয়া হয়। সেই তালিকায় রাখতে পারেন চিড়ার চপ। এটি তৈরি করা খুব সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চিড়া- ১কাপ
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি- স্বাদমতো
গোল মরিচ গুঁড়া- স্বাদমতো
লবণ- স্বাদমতো
চালের গুঁড়া- ১ টেবিল চামচ
ডিম- ১টি
ধনেপাতা কুচি- প্রয়োজনমতো
তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
চিড়া ভালো করে ধুয়ে পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে চিড়াগুলোকে একটি বাটিতে নিন। এরপর এক এক করে সব উপকরণ মেশান। এবার মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে চপের মতো আকৃতিতে তৈরি করে একটি প্লেটে রাখতে হবে। এখন ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে চপগুলো ভাজতে হবে। চপগুলো বাদামি হয়ে এলে প্লেটে তুলে রাখুন। মজাদার চিড়ার চপ এবার পরিবেশনের জন্য তৈরি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।