প্রাপ্তবয়স্ক বিড়ালরা 'মিয়াও' ডাকে কেন?

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৩:৫১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৪, ২০২৩, ০১:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। বাংলাদেশে একে ‘বাঘের মাসি‘ বলে ডাকা হয়।

প্রায় ৯,০০০ বছর পূর্বে প্রাচ্যের কৃষকেরা সর্বপ্রথম বন্য বিড়ালকে পোষ মানাতে সক্ষম হন। তারই কয়েক শত বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিড়াল ছড়িয়ে পড়ে।

এখন প্রশ্ন হচ্ছে প্রাপ্তবয়স্ক বিড়ালরা 'মিয়াও' ডাকে কেন?
জানলে অবাক হবেন আপনি! প্রাপ্তবয়স্ক বিড়ালরা 'মিয়াও' ডাকে শুধুমাত্র মানুষের সাথে যোগাযোগ করার জন্যে ।

 

এমন আরও কিছু তথ্য পড়ুন:

১)    একটি বিড়াল তার কান নড়াচড়া করতে ২০টি পেশি ব্যবহার করে, এবং তারা তাদের কান দুটি আলাদাভাবে নাড়াতে পারে ।

২)    আমাদের আশেপাশে বিড়াল একটি রহস্যময় প্রাণী। এরা কোথাও খাবারের খোঁজ পেলে তা ১৬ ঘন্টা পর্যন্ত মনে রাখতে পারে। কুকুরের সে ক্ষমতা মাত্র ৫ মিনিট। তাই বিড়াল খাবারের খোঁজ পেলে সেখানেই ঘুরতে থাকে।

৩)    আমেরিকাতে শতকরা ৩০ জন লোক বিড়াল পোষেন এবং পোষা প্রানীদের মধ্যে বিড়াল সবচেয়ে জনপ্রিয় ।

৪)    অধিকাংশ বিড়ালের দুধ হজম ক্ষমতা কম, যদিও বা তাদের প্রিয় খাবার দুধ। তাই দুধ খেলে অধিকাংশ বিড়ালের হজমে সমস্যা হয়।

৫)    "গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড" বইয়ে পৃথিবীর সবচেয়ে লম্বা বিড়ালটির দৈর্ঘ্য লেখা আছে, ৪৮ দশমিক ৫ ইঞ্চি । 

৬)    একটি বিড়াল তার সারা জীবনের ৭০ শতাংশ সময় ঘুমিয়ে কাটায় ।

৭)    বিড়ালরা ১০০টি ভিন্ন ভিন্ন ধরনের ডাক দিতে পারে, যেখানে একটি কুকুর ১০ রকমের ডাক দিতে পারে ।

৮)    আমেরিকের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন হোয়াইট হাউজে ৪টি বিড়াল পুষতেন ।

৯)    একটি বিড়ালের মস্তিষ্কে আই-প্যাডের চেয়ে ১০০০ গুন বেশি তথ্য ধারণ করার ক্ষমতা আছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়