সর্ষের তেলে রুই মাছের কালিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৭:২১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৭:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

উপকরণঃ-
রুই মাছ মাঝারি আকারের 
১/২ কাপ পেঁয়াজ বাটা
২ চামচ আদা বাটা
২ চা চামচ জিরে বাটা
১ চা চামচ শুকনো লঙ্কা বাটা
১/২ কাপ টমেটো বাটা
২ টি কাঁচালঙ্কা
১ টি তেজপাতা
২ টি গোটা শুকনোলঙ্কা
১/৪ চা চামচ গোটা জিরে
২/২ কাপ সর্ষের তেল
২ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ নুন
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

পদ্ধতিঃ 
সবার প্রথমে মাছ নুন-হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এতে তেজপাতা, শুকনোলঙ্কা ও গোটা জিরে ফোরন দিয়ে, পেয়াজ বাটা দিয়ে দিতে হবে।


পেয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেলে দিতে হবে আদা বাটা, তারপর একে একে লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো। তারপর টমেটো বাটা ও নুন।

মশলা খুব ভালো করে কষিয়ে এতে ১/২ চা চামচ চিনি দিয়ে, ৩-৪ কাপ জল দিয়ে দিতে হবে। তারপর ঝোল ফুটে এলে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে ঝোল ঘন হয়ে আসার।
এবারে নুন-মিষ্টি চেখে দেখে একে একে সব মাছ ঝোলে দিয়ে আরো ২-৪ মিনিট রান্না করে ২ টো গোটা কাঁচালঙ্কা ও গরম মশলা ওপরে ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

গরম ভাত দিয়ে খুব ভালো লাগে মাছের এই অতীব সুস্বাদু পদটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়