শুরু হয়ে গেছে শীত মৌসুম! আর শুষ্ক ও জৌলুসহীন ত্বকের ঋতু হচ্ছে এটি। যদিও সবার আগে ঠোঁটে সমস্যা দেখা দেয় এই ঋতুতে। ঠোঁট শুষ্ক হওয়া, চামড়া ঝুলতে থাকা, মাঝেমধ্যে তো চামড়ার সঙ্গে খোলা রক্ত ঝরা ক্ষতও থাকে।
এছাড়া শুকনো ঠোঁটের সমস্যা শুধু শীতকালের নয়, যেকোনো ঋতুতেও এই সমস্যা হতে পারে। শীতে ঠোঁটের জন্য বিভিন্ন বয়সিদের বাড়তি যত্নের দরকার পড়ে। শুধু যত্ন নিলেই হবে না, খেতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন ’সি‘ যুক্ত ফল। আসুন শীতে নরম গোলাপি ঠোঁট পেতে কয়েকটি উপায় জেনে নিই।
সৈন্ধব লবণ: সমুদ্রের পানি বাষ্পীভূত করে তৈরি করা হয় এই লবণ। দানাদার এই লবণের তেজ সাধারণ লবণের চেয়ে বেশি। রান্নায় ও আয়ুর্বেদিক চিকিৎসায় বা ব্যথা কমানোর জন্য গরম সেঁক দিতে এ লবণ ব্যবহার করা হয়। একটি পাত্রে খানিকটা সৈন্ধব লবণ, গ্লিসারিন ও গোলাপ জল মিশিয়ে নিন। নিয়মিত এই মিশ্রণ দিয়ে ঠোঁটের ওপর মালিশ করুন। ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন ও ঠোঁটের মরা চামড়া দূর হবে।
স্ক্রাব: একটি বাটিতে এক চামচ চিনি, এক টেবিল চামচ নারিকেল তেল ও সম পরিমাণ মধু দিয়ে একটি স্ক্রাব বানিয়ে নিন। এরপর ফাটা ঠোঁটের ওপর এই স্ক্রাব নিয়মিত ব্যবহার করুন, উপকার মিলবে দ্রুত। এছাড়া ঠোঁটের কোমলতা বজায় রাখতে প্রতিদিন অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। মিনিট ১০ পর আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
ঠোঁটে ময়েশ্চারাইজার: শুষ্ক হওয়ার সময়ে ঠোঁটযুগলে ভিটামিন যুক্ত লিপজেল ব্যবহার করুন। এতে ঠোঁট ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে আসতে পারবে না। ফলে ঠোঁট শুষ্ক হবে না। এ লিপজেল ভিটামিন ‘এ’, ‘ই’, রেটিনল, এবং গুরুত্বপূর্ণ তেল ধারণ করে যা ঠোঁটের সুরক্ষার জন্য খুবই উপকারী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।