টিকিট কাটতে বলায় সন্তানকে বিমানবন্দরে রেখেই চলে যান দম্পতি!

প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৮:৩৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৩, ০৮:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরে সন্তানের জন্য টিকিট কাটতে হবে। কিন্তু বাড়তি খরচ করতে একদমই রাজি নন এক দম্পতি। সন্তানকে বিমানবন্দরের চেক-ইন ডেস্কেই রেখে হাঁটা দেন বিমানের উদ্দেশে! এমন ঘটনা দেখে বিশ্বাস করতে পারছিলেন না বিমানবন্দরের কর্মীরা। ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে এমন অদ্ভুত ঘটনা ঘটালেন বেলজিয়াম পাসপোর্টধারী দম্পতি।

সন্তানসহ তেল আবিবের গুরিওন বিমানবন্দরে আসেন ওই দম্পতি। রায়ানএয়ার বিমানে চেপে ব্রাসেলসে যাবেন তারা। টার্মিনালে পৌঁছাতে কিছুটা দেরিও করে ফেলেন। টার্মিনালে পৌঁছালে বিমান কর্তৃপক্ষ তাদের জানান সন্তানের জন্যও টিকিট লাগবে। এতেই ঘটে বিপত্তি। টিকিটের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নন ওই দম্পতি। টিকিট না কিনেই বিমান ছাড়ার কয়েক মিনিট আগে সন্তানকে রেখে হাঁটা ধরেন চেক ইন’এর দিকে।

নিরাপত্তা চেক ইন’এ প্রবেশের পরপরই বিমানবন্দরের কর্মীরা এই দম্পতিকে বাধা দেয়। তাদের সন্তানকেও হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের শাস্তি দিয়েছে বলে জানা গেছে। রায়ানএয়ার কাউন্টারের ম্যানেজার জানান, এই ঘটনায় উপস্থিত সবাই অবাক হয়েছেন। ২০১৯ সালে সৌদি আরবে এমনই এক ঘটনা ঘটেছিল। এক নারী নিজের ছোট্ট সন্তানকে ভুল করে বিমানবন্দরে রেখেই বিমানে উঠে পড়েন। পরে দ্রুত বিমানটিকে ফিরিয়ে নিয়ে যেতে তৎপর হন তিনি। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়