আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ শুক্রবার রাশিয়ার সোচি শহরে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার তথ্য অনুযায়ী, দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাগুলোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। খবর আল-জাজিরার
পুতিনের সঙ্গে বৈঠক শুরুর আগে এরদোয়ান বলেন, এখন পর্যন্ত তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁর রাশিয়া সফরে পুতিনের সঙ্গে সিরিয়ার উন্নয়ন নিয়েও আলোচনা করবেন। তুরস্কের টেলিভিশনে তাঁর বক্তব্য সম্প্রচার করা হয়। সেখানে তিনি বলেন, রুশ কোম্পানি তুরস্কের আকুয়ু পারমাণবিক স্থাপনা তৈরির কাজ যাতে যথাসময়ে সম্পন্ন করে, তা নিয়েও তিনি কথা বলবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।