কফিন থেকে মৃত বন্ধুকে বের করে ‘শেষ’ বাইক ভ্রমণ

প্রকাশিত: ডিসেম্বর ০৬, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট: ডিসেম্বর ০৬, ২০২১, ০৫:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

শেষযাত্রার জন্য প্রস্তুত কাঠের কফিন। সেখান থেকে মরদেহ বের করে মোটরসাইকেলে তুলছেন মৃতের বন্ধুরা। মৃত বন্ধুকে মাঝখানে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে হাত উঁচিয়ে উল্লাস করতে করতে মোটরসাইকেলে যাত্রা করেন তারা। সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অসংখ্য মানুষ।
সম্প্রতি ইকুয়েডরের মানাবি প্রদেশে ঘটে এ ঘটনা । মৃত ওই তরুণের নাম এরিক শেডেন। তার বয়স ২১।
ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, মানাবির পর্তোভিজো শহরেই বন্ধুদের সাথে হাসি-আনন্দে দিনগুলো কাটছিল এরিকের। গত সপ্তাহের শেষ দিনে তাদের হাসি ম্লান হয়ে যায়। একটি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথিমধ্যে দুই আততায়ীর গুলিতেই প্রাণ হারান এরিক।
এ ঘটনা কিছুতেই মেনে নিতে পারেনি তার বন্ধুরা। পাগলপ্রায় হয়ে তারা মৃত বন্ধুকে নিয়ে ওই কাণ্ড ঘটান।
স্পেনিশ ভাষার পত্রিকা লা রিপাবলিকা জানিয়েছে, কবর দেয়ার সময় এরিকের কফিনে মদও ঢেলে দিয়েছেন তার বন্ধুরা। তারা দাবি করেছেন, এরিকের বাবা-মায়ের অনুমতি নিয়েই তাকে বাইকে চড়িয়ে শেষকৃত্যানুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনাটিকে ‘বিকৃত’ বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। তবে শেষকৃত্যানুষ্ঠান ব্যক্তিগত বিষয় হওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা কোনো তদন্ত হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়