পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। কর্মকর্তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পঞ্জগুরের পারুম জেলায় একটি বাঁধ নির্মাণ সাইটে এ ঘটনা ঘটে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, নিহতরা বাঁধটির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হতাহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত দুইজন বর্তমানে নিরাপদ রয়েছেন। তিনি আর বলেন, জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত পৌঁছেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনমর্মান্তিক এই ঘটনার মাত্র এক মাস আগে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল। নিহতদের সবাই মুলতান থেকে যাওয়া শ্রমিক ছিলেন। সূত্র: ডন
মন্তব্য করুন