বিয়ের প্রলোভনে সঙ্গিকে ব্যক্তিগত ছবি নয়!
লাইফস্টাইল: মানুষ আবেগী। আর এই আবেগকে কাজে লাগিয়ে অনেকেই ব্লাকমেইল ও সাইবার ক্রাইমের মতো অপরাধ করে থাকে। বিশেষ করে উঠতি বয়সি ছেলে- মেয়েদের মাঝে এমনটা দেখা যায়। বিয়ের কথা বলে আপনার ব্যক্তিগত ছবি নিয়ে তা ছড়িয়ে দিতে পারে ইন্টারনেটে।
যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন:
কারো সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হলেই তার সঙ্গে ব্যক্তিগত কোনো ছবি শেয়ার করা যাবে না।
কোনো প্রলোভন (বিয়ে বা প্রেমের) কোনোভাবেই বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো ঠিক নয়। আর যদি নিজের ইচ্ছায় কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যান তবে সে দায় শুধুমাত্র কোনো একজনের নয়। অন্যকে হেয় করতে অথবা নিজের কোনো উদ্দেশ্য সফল করতে সেই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।
আরও পড়ুনআমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি সম্পর্কের জায়গায় অনেকেই সিঙেল লিখেন, বাস্তবে দেখা যায় সে বিবাহিত। কোনো ভুল তথ্য দেওয়া কিন্তু প্রতারণা।
আপনি যদি বিবাহিত হন, সঠিক তথ্য দিন ও সঙ্গীকে বন্ধুর তালিকায় রাখুন। ফেসবুকে সঙ্গীসহ ছবি দিন, অনাকাঙ্ক্ষিত অনেক ঝামেলা থেকে মুক্ত থাকবেন।
মন্তব্য করুন